Rajshahi Women's Chamber of Commerce & Industries

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২২-২০২৪ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২২-২০২৪ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় বক্তব্যকালে রাসিক মেয়র নারীদের হাতের তৈরি জিনিসপত্র প্রদর্শনী ও বিক্রয়ের জন্য সিটি কর্পোরেশনের নির্মাণাধীন একটি বহুতল ভবনে কক্ষ বরাদ্দের প্রদানের সিদ্ধান্তের বিষয়টি জানান।

অনুষ্ঠানে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কেক কাটা হয়।

অনুষ্ঠানে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত সভাপতি রোজেটি নাজনীন, সিনিয়র সহ-সভাপতি তাহেরা হাসান, সহ-সভাপতি বিদ্যুৎ আরা মেমি, পরিচালক তামান্না হোসেন, পরিাচলক আবিদা জেসমিন, পরিচালক মুশরাৎ জাহান, পরিচালক রাখী বেগম, পরিচালক লাবনী, পরিচালক মাফরুহা আখতার মৌসুমী, পরিচালক আলেয়া আক্তারী, পরিচালক দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top