রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ২০২২-২০২৪ দ্বি-বার্ষিক মেয়াদের পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী চেম্বার ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় বক্তব্যকালে রাসিক মেয়র নারীদের হাতের তৈরি জিনিসপত্র প্রদর্শনী ও বিক্রয়ের জন্য সিটি কর্পোরেশনের নির্মাণাধীন একটি বহুতল ভবনে কক্ষ বরাদ্দের প্রদানের সিদ্ধান্তের বিষয়টি জানান।
অনুষ্ঠানে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে কেক কাটা হয়।
অনুষ্ঠানে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নবনির্বাচিত সভাপতি রোজেটি নাজনীন, সিনিয়র সহ-সভাপতি তাহেরা হাসান, সহ-সভাপতি বিদ্যুৎ আরা মেমি, পরিচালক তামান্না হোসেন, পরিাচলক আবিদা জেসমিন, পরিচালক মুশরাৎ জাহান, পরিচালক রাখী বেগম, পরিচালক লাবনী, পরিচালক মাফরুহা আখতার মৌসুমী, পরিচালক আলেয়া আক্তারী, পরিচালক দেলোয়ারা বেগম উপস্থিত ছিলেন।